মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের রোড ম্যাপ ঘোষণা করার দাবিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) শিক্ষার্থীরা ১৫ মে দুপুর সাড়ে ১২ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। বেলা দেড়টায় যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হযরত আলী প্রশাসনিক ভবনের নিচে অবস্থানকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় ভিসি শিক্ষার্থীদের ওপর আস্থা রেখে ধৈর্য ধারনের আহবান জানান। বেলা ২ টায় শিক্ষার্থীরা প্রেসব্রিফিংয়ে বলেন, আমরা দেখেছি আমাদের প্রাক্তন ভিসির পতনের পর নতুন ভিসি আসার পরেও আমাদের সেই পুরোনো প্রহসনের তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে শোকজ চিঠি পাঠানো হচ্ছে।দফায় দফায় আমাদের উপর স্থানীয়রা হামলার হুমকি দিচ্ছে। তার সাথে আমাদের ৪ মে ক্লাস শুরুর কথা হলেও আমাদের ক্লাস শুরু হচ্ছে না। এমন অবস্থায় আমরা শংকিত।এমনকি আমরা গতকাল দেখলাম একজন শিক্ষক ক্লাস খুলতে চাওয়ায় তিনি শিক্ষক সমিতি থেকে পদত্যাগ করলেন। আমরা বিশ্বাস করি এতে কুয়েটের সন্মানহানী হচ্ছে। তাই আমরা দ্রুত এই অবস্থার অবসান চাই। এখন আমরা বারবার ভিসি স্যারকে বলছি এই তদন্ত প্রতিবেদন নিরপেক্ষ নয়। এমনকি আমরা শোকজ চিঠির পরেও যেই কারন দেখেছি তাতে এইটা পরিস্কার একটা চক্র আমাদের শিক্ষকদের লাঞ্চনার বিচারকে কেন্দ্র করে আন্দোলনকারীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সুতারাং আমরা দ্যার্থভাবে বলতে চাই আমরা এই প্রতিবেদন প্রত্যাহার করি। আন্দোলনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক প্রহসনমুলক শাস্তি আরোপের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে, তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চাই। তার সাথে ১৮ ফেব্রুয়ারির হামলার এবং শিক্ষকদের উপর ঘটা সকল ফিজিক্যাল এসল্টের সুষ্ঠু বিচার চাই। এই তদন্ত কমিটি আমাদের ক্লাস, পরিক্ষার সাথে সমান্তরালে কাজ করবে। পরের সপ্তাহের প্রথম কার্যদিবসের মধ্যে আমরা ক্লাসে ফিরতে চাই এবং যেইসব শিক্ষকরা ক্লাস পরিক্ষায় ফিরতে চাই তাদের নিরাপত্তা নিশ্চিত করি। পাঁচ দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসুচি। বিকাল পাঁচটায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালকের দপ্তরে যায়। এসময় শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শোকজের জবাবের কপি হস্তান্তর করেন।
[2:14 PM, 5/15/2025] +880 1735-284784: নড়াইলের লোহাগড়ায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
Leave a Reply