মোঃ আসাদুল ইসলাম, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: পিপরুল সেন্টার নামক স্থানে বারনয় নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে হারিয়ে গেল ৮বছর বয়সী প্রথম শ্রেনীর শিক্ষার্থী রিমি। নাটোরের নলডাঙ্গায় পিপরুল সেন্টার আলহাজ্ব সাইফুল ইসলাম এর নাতনী বারনয় নদীতে গোসল করতে নামে রিমি খাতুন ( ৮)।
বামনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। পিতা রবিউল ইসলাম (৩৫) মাতা পপি বেগম (২৫)। গ্রাম-বাসীদেবপুর, পোঃ- বিপ্রবেলঘরিয়া, থানা-নলডাঙ্গা, নাটোর।
নানা আলহাজ্ব সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রিমি খাতুন। আনুমানিক তিন ঘটিকার সময় নদীতে গোসল করতে নামে। নদীর অত্যাধিক স্রোতে হারিয়ে গেল রিমি। বর্তমানে নলডাঙ্গা ফায়ার সার্ভিস অভিযান চলমান। প্রতিবেশি বলছেন নানীর সাথে গোসল করতে যায় বারনয় নদীতে পিপরুল সেন্টার ঘাটে।
রিমি খাতুন, নানী মাজেদা বেগমের আশেপাশে গোসল করা অবস্থায় তলিয়ে যায় নদীর গভিরে। বৃদ্ধা নানী সাতার কাটতে না পারায় চেচামেচি করতে থাকে। নানীর চেচামেচির শব্দে ছুটে আসে প্রতিবেশি। প্রতিবেশিরা প্রায় দুই ঘন্টা খোজার পর বিকাল পাচটায় আসে দমকলকর্মী। তারা প্রায় এক থেকে দের ঘন্টা চেষ্টার পর পাওয়া সম্ভব হয়নি রিমি খাতুনের দেহ। ইতিমধ্যে খবর দেয়া হয় ঢুবরীদল রাজশাহী। সন্ধা সাতটায় অভিযানে নামে ঢুবরীদল রাজশাহী। তাদের অভিযান চলমান রয়েছে। সাতটা হতে আটটা পর্যন্ত চেষ্টার পরও পাওয়া গেলনা রিমি খাতুনের দেহ।
মোঃ আসাদুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি।
০১৭১১-৪১৬৯৩৮
নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দসহ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি বই কালোবাজারে কেজি দরে বিক্রির উদ্দেশ্যে স্কুল থেকে বের করে। ঘটনা পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক মো. মজিবর রহমান। বৃহস্পতিবার দুপুরে বই বিক্রির সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হন।
স্থানীয়রা জানান, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়ে ছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই বই নিয়ে যাওয়ার সময় …
Leave a Reply