তৌহিদুল ইসলাম শামিম, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান ১০১ জাতের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ মণ ফলন হওয়ার সম্ভাবনা বলছেন কৃষি বিভাগ।
আজ বৃহস্পতিবার হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকায় এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম শস্য কর্তনের উদ্বোধন করেন।এসময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম,কৃষক মাহমুদুল চৌধুরী উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার আরজেনা বেগম বলেন,প্রথমবারের মতো হাকিমপুর উপজেলায় ব্রি ধান ১০১ জাতের চাষ হয়েছে। এই ধানটি চিকন জাতের হওয়ায় এবং ফলন বেশি হওয়ায় সম্প্রসারণ যোগ্য।আগামীতে এই জাতের ধানের আবাদ আরো বাড়বে বলে আশা করেন তিনি।
Leave a Reply