মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: এনবিআর বিলুপ্তি করার প্রতিবাদে কলম বিরতি পালন করছেন ২৭ টি আয়কর অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে অফিস গুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।প্রতিদিন গড়ে প্রায় ৪/৫শ লোক এ অফিস গুলো থেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কলম বিরতি পালন করেন খুলনা অঞ্চলের কর কমিশনার, ৪ টি রেঞ্জ ও ২২ টি সার্কেল অফিসের ১৬২ জন কর্মকর্তা কর্মচারী। বুধবার ও কলম বিরতি পালন করেছিল তারা। এছাড়া আগামী ১৭ মে শনিবার একই কর্মসুচি পালন করা হবে বলে জানান তারা। কলম বিরতি চলাকালে দুপুরে খুলনা কর কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন কর্মকর্তা – কর্মচারীরা। তাদের সাথে সংহতি জানান আয়কর আইনজীবীরা। এসময় উপস্থিত ছিলেন, খুলনা কর কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, যুগ্ম কর কমিশনার মোঃ রাউফুর রহমান, উপ কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, উপ কর কমিশনার মোসা: জেসমিন আক্তার, উপ কর কমিশনার দেলোয়ারা জাহান, উপ কর কমিশনার নুসরাত ফারজানা সহ কর্মকর্তা – কর্মচারীরা। আয়কর কর্মকর্তারা বলেন, এনবিআর বিলুপ্ত করে প্রনীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে তারা. এ কলম বিরতি পালন করছেন। দেশের সার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার কর্মকর্তা, কর্মচারীর মতামত গ্রহণ করা হয়নি। সরকার কতৃক সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না রেখে জারীকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে নগরীর বয়রা এলাকার কর কমিশনার অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা – কর্মচারীরা কোনো কাগজপত্রে সাক্ষর করছেন না। আয়কর সংক্রান্ত কাজ করতে না পেরে ফিরে যাচ্ছিলেন ইসমাইল হোসেন ও সাখাওয়াত মোড়ল নামের দুই ব্যক্তি। তারা বলেন, এখানে যে কলম বিরতি চলছে তা তাদের জানা ছিল না। আন্দোলন কর্মসুচি শেষ হলে আবার আসতে হবে।
Leave a Reply