1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজন আটক কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হুমকির অভিযোগ! মিথ্যা ও ভিত্তিহীন খাদিমপাড়ায় নির্যাতনের শিকার শিক্ষক পরিবার পাশে দাঁড়াল ইউনিয়নবাসী পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি হলেন শাহ জামাল বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের ব্যাবস্থাপনায় চিকিৎসা সহায়তা প্রদান খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত আপনাদের সন্তান হিসেবে শেরপুরের উন্নয়ন করতে চাই, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় অবাধে চলছে বিভিন্ন ধরনের মাদকের রমরমা ব্যবসা। আড়াইহাজারে বসত বাড়িতে অগ্নিকাণ্ড , ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নড়াইল আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম এর স্মরণ সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ মে, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ

রাজনৈতিক ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ ভোটার ও নগরবাসীর ব্যানারে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ডিএসসসির নগর ভবনের সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা জানান, আদালতের রায়ে বৈধভাবে নির্বাচিত হয়েও ইশরাক হোসেনকে এখন পর্যন্ত মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তারা এই বিলম্বের পেছনে প্রশাসনিক গড়িমসি ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেন।

নগর ভবনের সামনেই অবস্থান, স্থবির গুলিস্তানের একটি বড় অংশ

অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারমুখী সড়কের দুই পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। সাধারণ যাত্রীদের অনেকেই হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে এসে নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল— “ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী”

বিক্ষোভকারীদের অভিযোগ ও দাবিগুলো কী?

বিক্ষোভকারীদের দাবি, ২০২০ সালের সিটি নির্বাচনে তারা ভোট দিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু সেসময় ভোট জালিয়াতি ও কারচুপির মাধ্যমে তার পরাজয় ঘটানো হয়। পরবর্তীতে আদালতে প্রমাণিত হয় যে ইশরাক হোসেনই প্রকৃত বিজয়ী।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। আদালতের এই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) একটি গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

তবে রায় এবং গেজেটের পরও এখনো তার শপথগ্রহণ হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তারা মনে করছেন, আদালতের রায় কার্যকর না হওয়া আইনের প্রতি চরম অবহেলা ও জনগণের রায়ের প্রতি অসম্মানের শামিল।

ইশরাকের পারিবারিক পটভূমি এবং জনসম্পৃক্ততা

ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং সাবেক জনপ্রিয় মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র এবং পুরান ঢাকার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া একজন রাজনীতিক। তার সন্তান হিসেবে ইশরাককেও নগরবাসীর কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একজন রাজনীতিক হিসেবেই দেখা হয় বলে আন্দোলনকারীরা দাবি করছেন।

বিক্ষোভকারীরা বলেন, “আদালত যে রায় দিয়েছেন, সেটি আইনি প্রক্রিয়ার চূড়ান্ত রায়। এখন আর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক টালবাহানা নয়, আমরা চাই অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক।”

আগামীর কর্মসূচি প্রসঙ্গে

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com