প্রতিবেদক: তাইয়্যেবা নবাবগঞ্জ দিনাজপুর
“আমরাই পারি আমরাই পারবো” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবং ইনার হুইল ক্লাব, ঢাকা মেট্রোপলিটন-৩২৮ এর সহযোগিতায় আফতাবগঞ্জে অনুষ্ঠিত হলো গিটার, কি-বোর্ড, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল আজিম আনু,চেয়ারম্যান ৯নং কুশদহ ইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ চৌধুরী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ লিপি আক্তার, মহিলা সদস্য ও সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা দল, নবাবগঞ্জ এবং মোঃ মোজাম্মেল হক, ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক, “আমরাই পারি আমরাই পারবো”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হাসান তারেক, সভাপতি, “আমরাই পারি আমরাই পারবো” সংগঠন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য হলো যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা এবং নারী ও পুরুষ উভয়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং এই ধরনের সামাজিক কার্যক্রমে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply