1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জৈন্তাপুরে পর্যটন উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক টানা দাবদাহে খুলনার কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সিংগাইরের সালাউদ্দিন হত্যা রহস্য উদঘাটন ও শাস্তির দাবিতে মানববন্ধন আমতলীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে  যোগদান করেন মোঃ রোকনুজ্জামান খান কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ‘আমাদের ইউনূস’ বাংলাদেশ প্রেস কাউন্সিলে কর্মশালা অনুষ্ঠিত আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো দুই শিশু শিক্ষার্থীর মরদেহ জোড়াগেট পশুরহাটে গরমে মানুষ ও পশু অসুস্থ হলে থাকছে চিকিৎসার ব্যবস্থা খুবিতে শিক্ষকের গায়ে হাত তোলা নোমান আটক গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তার হাতে দৈনিক ঘোষণা পত্রিকা উপহার

জৈন্তাপুরে পর্যটন উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: ইসমাইল খান নিয়াজ,সিলেট ব্যুরো

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৭ দেখেছেন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলার পর্যটনের উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
১৩ই মে দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট হোসাইন মোহাম্মদ আল-জুনায়েদ, সহকারী কমিশনার (ভুমি) জৈন্তাপুর মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএফএইচপিও ডাঃ এ মোহাম্মদ ফারুখ।
প্রধান অতিথির নিকট উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পর্যটন ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।
জৈন্তাপুর উপজেলার অন্যতম দর্শনীয় স্থান লালাখাল ও সারীনদীর এলাকায় পর্যটন বান্ধব উন্নয়নের প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ডিবিরহাওড় লাল শাপলা বিলের রাস্তার উন্নয়ন কাজের ধীরগতির ফলে জনদূর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। সিলেট তামাবিল মহাসড়কের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্হা,ডাষ্টবিন স্হাপন, চা-বাগান পাশে খালি টিলা সমুহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা, দরবস্ত এলাকায় বর্ষা মৌসুমে নৌকা যোগে দর্শনীয় স্হানে যাওয়ার ঘাট নির্মান, চারিকাটা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় পাহাড় গুলোতে আনারস ও লেবুর চারা লাগিয়ে আকর্ষণীয় করে তুলার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্যের ধারক মেঘালিথ পাথর সংরক্ষণ, জৈন্তেশ্বরী রাজবাড়ী ও পুরাকৃর্তীর উন্নয়নের বিবিধ প্রস্তাব তুলে ধরা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ শের মাহবুব মুরাদ মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জৈন্তাপুর একটি সম্ভাবনাময় পর্যটন বান্ধব উপজেলা। তিনি বলেন যে সমস্ত সমস্যা ও প্রস্তাবনা আজকের মত বিনিময় সভায় তুলে ধরা হয়েছে সব কিছু গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবে সরকার। তিনি সরকারের পাশাপাশি সাধারণ জনগন জৈন্তাপুরে পর্যটন খাতকে সারা দেশে তুলে ধরতে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন জৈন্তাপুরের পর্যটন আপনাদের নিজস্ব সম্পদ। এই সম্পদের প্রচারণা ও রক্ষণাবেক্ষণে সরকারের পাশাপাশি উপজেলার মানুষকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের একটি সরকারি সম্পদ। কিন্তু এর প্রচার প্রচারণা তুলনামূলক অনেক কম। তাছাড়া অনাবাদি পাহাড়ী জমিগুলোতে ফলজ কৃষি উন্নয়নের পাশাপাশি দর্শনীয় করে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সেই সাথে শাপলা বিলের রাস্তা সংস্কারের কাজ দ্রুত সময়ের ভিতরে এগিয়ে নিতে ও জনদূর্ভোগ কমিয়ে আনতে উপজেলা এলজিআরডিকে নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান।
আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, প্রধান প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, খাশিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রাম্ভাই, ছাড়াও শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদিউল আলম, নুর উদ্দিন, ফয়জুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com