প্রতিবেদক: মনির হোসেন সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরের বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় আজ ভোরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ব্লক ভর্তি বড় ট্রাক ও প্রমি জুস কোম্পানির জুস ভর্তি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে পড়ে।
দুর্ঘটনার বিবরণ:
১৪ মে ২০২৫ ভোর ৪:০৩ মিনিটে সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সিংগাইর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দেয় এবং ৪:১০ মিনিটে সেখানে পৌঁছে। দেখা যায়, ব্লক ভর্তি ট্রাকটি ও কাভার্ড ভ্যানটি মুখোমুখি সংঘর্ষের পর রাস্তার মাঝে উল্টে আছে।
উদ্ধার কার্যক্রম:
দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা যায়, ট্রাকের ড্রাইভার নাজমুল হাসান (২২), সাথিয়া, পাবনা—গুরুতর আহত অবস্থায় ট্রাকের ভেতরে আটকে আছেন। দ্রুত তৎপরতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরবর্তী কার্যক্রম:
আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর ফায়ার সার্ভিসের দল পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে এবং তল্লাশি চালায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আর কোনো লোক পাওয়া না গেলে ডিএডি মানিকগঞ্জের সাথে যোগাযোগ করে এবং পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফায়ার সার্ভিস দল স্টেশনে ফিরে আসে।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন মহিবুর রহমান, সিংগাইর ফায়ার স্টেশন ইনচার্জ।
ফায়ার সার্ভিসের প্রশংসনীয় ভূমিকা:
দ্রুত তৎপরতা এবং দক্ষতার সাথে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। পুলিশের কাছে স্থান হস্তান্তর করে স্টেশনে ফিরে যান।
ফায়ার সার্ভিসের এই কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসার জোয়ার তুলেছে। দ্রুত পদক্ষেপ ও উদ্ধার অভিযানে দক্ষতা প্রদর্শন করায় সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Leave a Reply