প্রতিবেদক: মনির হোসেন সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মো. সালাউদ্দিনের (২৪) মৃত্যু রহস্য উদঘাটন এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে চর পালপাড়া, চর চান্দহর ও চর চামটা গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রামের প্রায় ১ হাজার লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো. আজিবর রহমান, মঞ্জরুল আলম, নিহতের মা সখিনা বেগম, ইকবাল হোসেন, তারিকুর রহমান আলাল, তোফাজ্জল হোসেন, মিজানুর রহমান, পল্লী চিকিৎসক শারিমন আক্তার প্রমুখ।
ঘটনার পেছনের রহস্য
বক্তারা জানান, চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মঞ্জুরুল আলমের পুত্র সালাউদ্দিনকে গত ১১ এপ্রিল রাতে স্থানীয় অনিক গং ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে কৌশলে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছিল। তবে অতিরিক্ত বিলের দোহাই দিয়ে অনিক গং সালাউদ্দিনের বাবাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর করিয়ে আইসিইউ থেকে বের করলে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত ছাড়াই দাফন
মৃত্যুর পর দ্রুত ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে এনে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিন দিন পর অনিকের বাড়ি থেকে ব্লেড দিয়ে কাটা জামা-কাপড় এবং সালাউদ্দিনের মোবাইল ফোন উদ্ধার করেন এলাকাবাসী।
বিচারের দাবি
মৃত্যুর রহস্য মনে হলে নিহতের বাবা থানায় অভিযোগ করলেও পুলিশের অসহযোগিতা ও মামলা না নেওয়ার কারণে মানিকগঞ্জ বিজ্ঞ সিংগাইর আমলী আদালতে একটি সি.আর মামলা (নং ৩৫২ (সিং) ২৫) দায়ের করেন।
সালাউদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply