প্রতিবেদক: নিজস্ব
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা ও সেমিনার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বুধবার ১৪ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারেন্টেন্ড মোঃ শাখওয়াত হোসেন । কর্মশালায় সারাদেশ থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।
Leave a Reply