প্রতিবেদক: মনির হোসেন সিংগাইর (মানিকগঞ্জ)
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২ মে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও দুর্নীতির অভিযোগ
বহুল আলোচিত এই সাবেক এমপির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান মমতাজ।
এছাড়া মানিকগঞ্জ-২ আসনের এমপি থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জনপ্রিয়তার উত্থান ও বিতর্কিত অধ্যায়
মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার লোকগানের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ থাকায় তিনি সাংস্কৃতিক অঙ্গনেও অত্যন্ত জনপ্রিয়। তবে সাংসদ থাকা অবস্থায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। গ্রেপ্তারের পর মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় ডিবি পুলিশ।
Leave a Reply