প্রতিবেদক: টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার মামলায় ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী (৪৫) গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
১৩ মে দুপুরে ভাদ্রা ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে একটি সন্ত্রাসী দল ছাত্রদের উপর হামলা চালায়। এতে মনির মিয়া নামের এক ছাত্র বাদী হয়ে ১২৯ জনের বিরুদ্ধে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply