মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে বিকালে ইখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশন মহা সচিব মোঃ তাইজ উদ্দিন সিকদার। সহ শিক্ষা সচিব মোঃ ইসমাইল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মিয়া, সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরু, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ নুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইলিয়াস আহমেদ, শিখাও অর্থ সচিব মোঃ মাহবুবুর রহমান রশিদ, সহ অর্থ সচিব মোঃ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ শরীফ, সহসাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ হাসান সবুজ, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল আজাদ, শহর দপ্তর সম্পাদক সাদিহা খাতুন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রিয়া সম্পাদক মোঃ শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বকুল রহমান, নির্বাহী সদস্য রকেয়া সুলতানা কনিকা, নির্বাহী সদস্য খালেদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল ইসলামিক স্কুলের পরিচালক প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান।
সভায় মহাসচিব তাইজুদ্দিন সরকারের সঞ্চালনায় উপস্থিত সদস্যবৃন্দের পরামর্শের ভিত্তিতে ২০২৫ সালের সিলেবাস প্রণয়ন, বার্ষিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ, নতুন সদস্য গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আসরের নামাজের বিরতি দিয়ে উক্ত সভা মাগরিব নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরিচালিত হয়। অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply