প্রতিবেদক: মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট
ফেরিওয়ালা নিহত নিপেশ তালুকদারের খুনিদের বিচার ও গ্রেফতারের দাবিতে, ১২ মে সিলেট বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বাওন’পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাওন’পুর এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও নিহত নিপেশ তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান প্রধান করা হয়, অত্র এলাকার সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়ার সভাপতিত্বে ও সমাজ সেবক গোলাম আকবরের পরিচালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,উওর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সভাপতি মোঃ ময়নুল হক বক্তব্যে তিনি বলেন নিপেশ তালুকদারের খুনিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি আরো বলেন আমাদের বাওন’পুর এলাকার মানুষের সাথে নিপেশ তালুকদারের ভাল একটা সম্পর্ক ছিল, প্রবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রধান করা হয়েছে ভবিষ্যতে ও আমাদের এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকবে। আরো বক্তব্য রাখেন, ইস্কুল শিক্ষক ইমরান আহমদ অত্র এলাকার মুরব্বি শফিকুল ইসলাম ওয়ার্ড মেম্বার ফজলুল হক ফজলু, এতে আরো উপস্থিত ছিলেন,মাসুক মিয়া আব্দুল বাছিত আমরুশ আলী ফরিদ উদ্দিন আব্দুল মছব্বির ফেরদৌস মিয়া আব্দুস শহিদ মবুল মিয়া মখলিছ মিয়া মাওলানা হেলাল আহমদ আজাদ মিয়া সুমন মিয়া তৈমুছ আলী রুহান মিয়া সুমন আহমদ সুজন মিয়া প্রমুখ,
গত ২০ এপ্রিল সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাচপিরের বাজার এলাকায় দুরবৃওদের ছুরিাকাঘাতে নিহত হন ফেরিওয়ালা নিপেশ তালুকদার, নিপেশ তালুকদারের স্ত্রী লক্ষী বলেন আমার স্বামীকে হারিয়ে খুব অসহায় হয়ে পড়েছি, আমার স্বামীর বিচারের দাবিতে প্রতিবাদ সভা আয়োজন করায় ও আমাকে নগদ অর্থ ১লক্ষ টাকা প্রধান করায় বাওন’পুর এলাকার প্রবাসী ও এলাকাবাসীর কথা আজীবন স্মরণ রাখবো, ভবিষ্যতে ও আশা করবো আমার স্বামীর সঠিক বিচার পেতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করে যাবেন।
Leave a Reply