প্রতিবেদক: মনির হোসেন সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বাছের (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। ১১ মে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার পৌরসভা কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছের বলধারা ইউনিয়নের বড় বাকা গ্রামের মৃত অশোক আলীর ছেলে।
দুর্ঘটনার বিবরণ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভার কাশিমনগর ব্রিজের পূর্ব পাশে বাছের পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি (নাম্বারবিহীন সুজুকি) মোটরসাইকেল, চালক মো. রানা (২৭) আরোহী ২ জনকে নিয়ে পিছন থেকে বাছেরকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার
ধাক্কার পর মোটরসাইকেলের চালকসহ তিনজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন আহত সবাইকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারী বাছেরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রানাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়।
পুলিশি কার্যক্রম
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আরোহী বলধারা ইউনিয়নের গাড়াদিয়া নয়াপাড়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে রাইসুল ইসলাম (১৯) এবং একই এলাকার রাজ্জাকের ছেলে বাচ্চু মিয়া (১৭) কে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশের বক্তব্য
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
Leave a Reply