প্রতিবেদক: জাকারিয়া আল ফয়সাল
বাংলাদেশ মহিলা পরিষদের প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন ইউনিফর্ম ফ্যামিলি কোড নিয়ে আজ বিকাল ৪টায় রাজশাহীতে এক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, বড়গাছী কমিটির সাধারণ সম্পাদক রহিমা বেগমসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
কর্মশালায় বক্তারা প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে উঠে আসে—প্রস্তাবিত অভিন্ন দত্তক/পোষ্য সন্তান গ্রহণ আইন, উত্তরাধিকার আইন, ভরণপোষণ আইন এবং অভিভাবক ও প্রতিপালন আইনের মূল বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। আলোচকরা বলেন, এসব আইন বাস্তবায়িত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের নারীদের জন্য সমতা ও ন্যায়ের পথ সুগম হবে।
অনুষ্ঠানের শেষভাগে সভাপতি কল্পনা রায় বলেন, “ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাহসিকতার সঙ্গে সব বাধা অতিক্রম করে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। সঠিক প্রস্তুতি শুধু ব্যক্তিকে নয়, পুরো তরুণ সমাজকে দেশের উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে।”
বাংলাদেশ মহিলা পরিষদের এ ধরনের উদ্যোগ সমাজে ন্যায়ের ভিত্তিতে পরিবার গঠনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।
Leave a Reply