প্রতিবেদক: -মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী
হায়রে মায়ের মত ভালোবাসার কেহ নাহি বিশ্বময়,
স্নেহের অমৃতধারা শুধু তাঁহারই হৃদয়ে বয়।।
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ আশীর্বাদ, জগতে মা যে রত্নময়,
জীবন যে তাঁহার ত্যাগেপূর্ণ, হৃদয় অসীম প্রেমময়।
সন্তানের তরে নিঃস্বার্থ সেবা, চাহেন না বিনিময়,
এমন মমতা আর কাহার হৃদয়ে, বলো দয়াময়?
দুঃখের কঠিন পথে তিনি সাহস যোগান প্রাণে,
আঁধারে আলো জ্বালিয়ে দেন, আশার দীপ্ত বাণে।
ভেজা চোখে তাঁহার স্নেহছায়া, হৃদয় থাকে শান্তিময়,
মায়ের তুলনা শুধুই মা, এ- পরম সত্য বিশ্ব কয়।।
দেবতারা গায় স্তবগান, মায়ের গুণগান সুনাম,
পবিত্র চরণ ছুঁইলে মেটে,আত্মার শান্তি অবিরাম।
মায়ের মুখের মিষ্টি হাসি, দূর করে সকল ভয়,
এমন আপন মিত্র কভু খুঁজে পাবে কি হায়।।
জীবনের শত দুঃখ বেদনা, মা ভুলাতে জানে,
আঁচলের ছায়ায় মেলে শান্তি, তাপ মেটে প্রাণে।
চোখে তাঁহারই প্রেমের পানি, জুড়ায় ক্লান্ত হৃদয়,
মায়ের মত আশ্রয়, কোথাও মিলিবে না হায়।।
শৈশবভরা গল্পগুলি মায়ের মুখেই শুনা,
ঘুমপাড়ানির সেই সুরে, বাজে স্মৃতির তরণা।
সেই কণ্ঠে যেনো অমৃত, মেলে চির শান্তি ছায়,
মায়ের তুলনা কেবল মা- যুগে যুগে সত্য রয়।।
ভুলে যদি যাই দূরে কভু, কাঁদে মা নিঃশব্দ চোখে,
ক্ষমার দীপ্ত চাহনিতে ডাকে মোরে স্নেহমুখে।
ফিরে এলে তাঁহারই কোলে জুঁড়ে যায় হৃদয়-
হায়রে মায়ের মত ভালোবাসার কেহ নাহি বিশ্বময়।।
দিনের আলোয় পথের দিশা, রাতের আঁধারে জ্যোতি।
তাঁহারি দোয়া বর্মসম রয়, বিপদ আঁধার নাহি পায় গতি।।
রাসুলের (দঃ) বাণী, মায়ের চরণতলে স্বর্গের স্থান।
তাই তো হৃদয় ভরে গাই, মায়ের মহিমা অফুরান।।
Leave a Reply