প্রতিবেদক: মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
শিক্ষক লাঞ্চনা ও ১৮ ফেব্রুয়ারি হামলার বিচারের মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ মে বেলা পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কুয়েটের ক্লাস পরিক্ষা, সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়ার জোর দাবি জানান।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের সকল একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সকল কিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরিক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সকল কিছু সম্পন্ন করে দ্রুত বের হয়ে যেতে চাই। স্যারদের কাছে করজোড়ে প্রার্থনা করি, ছাত্রদের ওপর যে জুলুম করা হয়েছে সেটার বিচার করা হোক, যারা এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত আমরা চাই তাদের বিচার হোক এবং আমরা শিক্ষক লাঞ্চনারও বিচার চাই। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ছাত্র ভাইদের ওপর জুলুম করা করেছে, যারা এঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কুয়েট প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। এই ঘটনার পরিপেক্ষিতে আমাদের যে সকল শিক্ষক লাঞ্চিত হয়েছেন সেটারও বিচার কামনা করছি।মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মুশফিক, আইইএম বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাগর, এমএসই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাবমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম ও সিইসি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আতিক।
Leave a Reply