1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাংবাদিকদের মারপিটের অভিযোগে ওয়ার্ড বিএনপি সদস্যকে কারন দর্শানোর নোটিশ নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ রূপগঞ্জে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী বৈঠক অনুষ্ঠিত আওয়ামী দোসর পরিচয়ে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে নোয়াখালীতে অবাঞ্চিত ঘোষণা সিংগাইরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী- ১ বন্দোবস্তকৃত ভূমিহীন মানিক মিয়ার জায়গা জোরপূর্বক দখল ও নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত বাংলা বর্ষবরণ্ও আলোচনা সভা আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এনডিপি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনায় শহীদ মিনারের জমি দখল করে হোটেল ব্যবসা ভিডিও ধারন করায় সাংবাদিকের উপর হামলা, পুলিশ দায় সারা ভুমিকায়।

খুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন।

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( খুবিসাস) বার্ষিক ম্যাগাজিন “প্রতিচ্ছবি ” এর মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ ১১ মে রবিবার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকতআলী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশে সুযোগ পাচ্ছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অর্জন ও অগ্রগতির পাশাপাশি বিভিন্ন সমস্যা মুলক তথ্য গণমাধ্যমে উঠে আসে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভুমিকা খুলনার সাংবাদিক সমাজে একটি মর্যাদার অবস্থান তৈরি করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, এসময় তিনি বলেন, বিশ্বের সন্মানজনক পেশা গুলোর মধ্যে সাংবাদিকতা অন্যতম। সত্যর অনুসন্ধান, দায়িত্বশীলতা, সৃজনশীলতা এই পেশার মুল ভিত্তি। একটি ভুল সংবাদ কারো জীবন নষ্ট হতে পারে। তাই সাংবাদিকদের সর্বদা সত্যনিষ্ঠ থাকতে হবে। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক সাগত বক্তব্য রাখেন এসময় তিনি বলেন, খুবিসাসের যাত্রাপথে সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন তার বক্তব্য সংগঠনের উন্নয়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক ফাইল তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com