প্রতিবেদক: শাহাদাৎ হোসেন সরকার
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বিকেল ৫টায় রুবেলের জানাজা নামাজ শেষে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রুবেলের স্ত্রী রিমি আক্তার তাদের শিশু সন্তানকে কোলে নিয়ে উপস্থিত হন এবং স্বামী হত্যার বিচার দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির সাবেক চেয়ারম্যান হুমায়ন ও তার অনুসারীদের হাতে তার স্বামী নির্মমভাবে নিহত হয়েছেন।
গত ৭ মে সকালে রুবেল মন্ডলকে তার বাসা থেকে ডেকে দেউল এলাকায় মাছের খামারে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়।
রাজনৈতিক ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তার বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রুবেল হত্যার তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া ইউনিয়ন।
ইতিমধ্যে আলাউদ্দিন নামে একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।
Leave a Reply