প্রতিবেদক: রাকিবুল হাসান(রকি)
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন ও চরজানাজাত ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের জনগণ।
০৯ মে বিকাল পাঁচটার দিকে শিবচর পৌর মার্কেটের সামনে পদ্মা-নদীর তীরবর্তী জনগণ ও ছাত্র পরিষদ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
জানা যায় কাঁঠালবাড়ি এলাকায় নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে এই এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে জোর দাবী আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করুন।
Leave a Reply