প্রতিবেদক: মোঃ বেলায়েত হোসেন, পলাশ নরসিংদী
সদ্য যোগদানকৃত পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃআবু বক্কর সিদ্দিকীর সাথে উপজেলার গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই মে বিকাল ৫ ঘটিকার সময় পলাশ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। এছাড়াও পলাশ প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ মনা ও সাধারণ সম্পাদক মোঃরনি সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও মোঃআবু বক্কর সিদ্দিকী বলেন, “আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সব সময় সাংবাদিকদের সম্মান করি। আপনারা সমাজের দর্পণ—আপনাদের মাধ্যমে প্রশাসনের নানা কার্যক্রম ও সমাজের অসংগতিগুলো উঠে আসে। আমি চাই, আমরা একসাথে কাজ করি।”
তিনি আরও বলেন, “পলাশ উপজেলাকে একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত ও বাল্যবিবাহ রোধে কার্যকর মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নতুন প্রজন্ম যেন মাদকের করাল গ্রাসে না পড়ে, সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সমাজের প্রতিটি স্তরে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পলাশ গড়ে তুলতে চান।
প্রাণবন্ত এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মধ্যে আশাবাদ দেখা যায়, ইউএনও’র নেতৃত্বে পলাশে প্রশাসন ও গণমাধ্যমের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে।
Leave a Reply