প্রতিবেদক: সিংগাইর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাজারে ব্যবসায়ীদের মধ্যে এই গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা গণসংযোগ ও মহড়া প্রদর্শনে অংশ নেন। প্রশিক্ষণের শুরুতে গণসংযোগ করা হয় এবং পরবর্তীতে বাজার ও দোকানদারদের একত্রিত করে ড্রামের ভেতরে চটের বস্তার সাহায্যে তেলের আগুন নির্বাপণের কৌশল দেখানো হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ পদ্ধতি সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।
Leave a Reply