প্রতিবেদক: নিজস্ব
মাদারীপুর সদর উপজেলায় আগুন লেগে বসতি ঘর পুড়ে ছাই’নিঃস্ব বিধবা আলেয়া বেগম। গত ২৫ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হুড নুর এলাকার মৃত্যু সোরহাব মুন্সি বাড়িতে রাতের আঁধারে আগুন লেগে বসতি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, সরেজমিনে গিয়ে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও আসবাবপত্রের বীভৎস দৃশ্য। এসময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত বিধবা আলেয়া বেগম।
শিরখাড়া ইউনিয়নের হুডনর এলাকার- মৃত সোরহাব মুন্সির বিধবা স্ত্রী আলেয়া বেগম এর ২ ছেলে ২ মেয়ে থাকতেও- মাকে খাবার ভরণপোষণ দেওয়ার মতো সমার্থ না থাকায়। নিম্ব সন্তানের মতো পাঁচজনের কাছ থেকে হাত পেতে জীবীকা নির্বাহ করে কোনো মতে খেয়ে পরে বেঁচে আছে। এমন টানাপোড়েনের একপর্যায়ে ২৫ এপ্রিল রাত প্রায় সাড়ে ১১টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে -বিধবা আলেয়া বেগম এর ২ চালা টিনের ঘর ও ঘরের ভিতর আসবাবপত্র পুড়ে ছাই হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বিধবা আলেয়া বেগম, কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানি না। এতে আমার ঘরে থাকা -চাল ও আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কই থাকবো,কই কি ভাবে ঘর উঠাবো আমি তো মানুষের কাছ থেকে হাত পেতে জীবীকা নির্বাহ করে বেঁচে আছি।
তাই আমাকে যদি, সরকারি ভাবে মাদারীপুর জেলা প্রশাসক মহোদয় একটি ঘরের ব্যবস্থা করে দিতেন। আমি সারাদিন পাচজনের কাছ থেকে হাত পেতে এনে শেষে রাতে একটু ঘুমাতে পারতাম।
Leave a Reply