যেহেতু আপনি সবকিছু সৃষ্টি করেছেন,
সেহেতু আপনিই সর্বোচ্চ আসনেই আছেন,
সর্বোচ্চ আসনে থেকেই,
আপনার সবকিছুই ঠিক রাখেন,
সকল রঙের মাঝে থেকেও,
আপনি এক রঙের মাঝেই আছেন,
এক রং আপনি ভালোবাসেন,
বহু রং দিয়ে দুনিয়া সৃষ্টি করেছেন,
এক রঙের হিসেব বুঝার ক্ষমতা,
আপনি কি সকলকে দিয়েছেন !
আপনিই হলেন মহাসরকার,
আপনিই ভালো বুঝেন,ভালো জানেন,ভালো দেখেন,
আপনার কোন বান্দা-গোলামের,
কখন কি প্রয়োজন ও দরকার,
আপনার চাকর দুনিয়ার সকল সরকার,
সকলের প্রয়োজন ও চাহিদা পূরণ করে থাকেন,
আপনিই মহাসরকার,
আপনার সাহায্য সকলের দরকার।
দুনিয়ার উপরে রয়েছে কত বৈধ,অবৈধ সরকার,
খুন-হত্যা-দখল করে,বোমা মেরে,যুদ্ধ করে,হাজার-হাজার নিরীহ মানুষ হত্যা করে,করছে অবৈধ প্রভাব বিস্তার,
করছে না বৈধ কাজের মাধ্যমে ভালো প্রভাব বিস্তার,
ভবিষ্যতে নাই তাদের নিস্তার,
সুযোগ পেয়েও করছি না কেউ ভালো বাজার।
অবৈধ ক্ষমতার প্রভাবের বোমার আঘাতে,
নিরীহ লাখ-লাখ মানুষ মরে,
আপনার সুন্দর দুনিয়ার উপরে,
যুদ্ধের পিছনে কোটি-কোটি টাকার অপচয় হয়,
অন্যদিকে না খেয়ে মানুষ মরে লাশ হয়,
এই করুন দৃশ্য সহ্য করার নয়,
কেউ সব মানুষ হত্যা করে,
দুনিয়ার অবৈধ রাজা হয়ে,
আজীবন ক্ষমতায় থাকতে চায়,
দুনিয়া আজীবন থাকার জায়গা নয়,
জেনে-শুনে-বুঝেও কেউ থাকতে চায়।
আগুন-পানি-বাতাস-মাটি ও নূরে সৃষ্টি মানুষ খাঁটি,
সৃষ্টিতে নেই সামান্য ভুল-ত্রুটি,
ভুল-ত্রুটির মাঝে আমরা মানব জাতি,
মানুষের দুর্গতি বয়ে আনি,
আমরা শ্রেষ্ঠ জীব মানব জাতি,
অবৈধ ক্ষমতার প্রভাবের কাছে,
আমরা মানব জাতি হার মেনেছি,
মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি।
একই মাংস-রক্তের প্রবাহিত ধারায়,
বাবা আদম(আঃ) ও মা হাওয়ার সূত্রে,
মানব সন্তান সৃষ্টি হয় দুনিয়ায়,
কোন মানুষ সেই মাংস ও রক্ত ধারার বাহিরে নয়,
শুধু ধর্মের বৈষম্যতায়,
মানুষের হাতে মানুষ ধবংস হয়,
কোন ধর্মের কোন গ্রন্থে,
মানুষ হত্যার বিধান পাওয়া যায়,
মূল গ্রন্থের কর্মকাণ্ড বাদ দিয়ে,
সুবিধাবাদী মানুষ তার স্বার্থে,
সংবিধান বানায়,
সেই সংবিধানের কাজ চলে এই দুনিয়ায়,
মূল সংবিধানের আলো দিয়ে
কাজ করলে কি সুন্দর পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় !
সকল ধর্মের শাসক-প্রতিনিধিদেরকে,
যেতে হবেই আগে-পরে দুনিয়া ছেড়ে,
দাঁড়াতে হবেই দুই হাত জোর করে,
শ্রেষ্ঠ আদালতের কাঠগড়ায় উঠে,
জানিনা সেই বিচারে কার ভাগ্যে কি জুটে,
সকলের কর্মের ফল দিবেন তাঁর হাতে তুলে ।
মানুষ ও মানবতাকে হত্যা করেছে কে কবে,
সবকিছুর আমলনামা দিবেন সকলের হাতে তুলে,
হাতে তুলে দিবেন ন্যায় বিচারের মালিক মহান রবে,
আমি কিছু জানিনা বলে কি লাভ হবে,
কর্মের ফলে ধরা খাবেন সবে,
এখানের জারি-জুরি-বাহাদুরি সেখানে কি খাবে।
এখানে কিছু দিয়ে-সুপারিশ করিয়ে রক্ষা পাওয়া যাবে,সেখানে কিছু দিয়ে-সুপারিশ করিয়ে রক্ষা পাওয়ার উপায় কি হবে,অন্যায়-অবিচারের পতন সেখানেই দেখতে পাবে,সেই আদালতের প্রধান বিচারক,
হবেন সকলের মালিক,
যিনি ঠিক রাখেন সকল দিক ।
এখনো সময় আছে,
মহান সৃষ্টিকর্তাকে ভয় পাও,
তাঁর আদেশ-নিষেধ মেনে,
দুনিয়ার বুকে দায়িত্ব পালন করে,
এখানে ভালো বাজার করে প্রস্তুতি লও,
ভালো বাজারের ফল সেখানে
খাওয়ার আশা নিয়ে,
দুনিয়ায় ভালো সব কর্ম করে যাও,
সময়ের অপচয় করিও না,
কখন যে মৃত্যুর ডাক আসবে,
কেউতো জানেনা,
সময়তো কারো জন্য বসে থাকেনা,
মৃত্যুর প্রস্তুতি রাখা,
সঠিক ছাড়া ভুল হবেনা ।
পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন,
রয়েছেন বিভিন্ন পেশা ও কর্মের মানুষ,
কেউ পেশার আলোকে কর্ম করেন,
তারা মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য করেন,
পেশা-কর্মের আলোকে কেউ ভালো অবদান রাখেন, সেখানেও ইবাদত করে থাকেন,
তিনি বিভিন্নভাবে ভালো কাজ করার,
আলোকিত পথ খোলা রেখেছেন,
আধার থেকে অনেক মানুষ,
আলোর পথে এসেছেন,
তিনি মঙ্গলময় পথ স্থায়ীভাবেই খোলা রেখেছেন।
মহান পেশার মহৎ কর্মের মাঝে রয়েছে সাংবাদিক জগত,দেশ ও জাতির কল্যাণে সঠিক তথ্য প্রকাশ করে অবদান রাখার ফল পাওয়া যায় নগদ,এ জগতে বৈধ- অবৈধ পথে উপার্জনের সুযোগ রয়েছে,
দুই পথের কর্ম চলে সকল পেশার কর্মের জগতে,
কোন সম্পাদক ও প্রকাশক,
সঠিক তথ্য প্রকাশ করে ভালো পথ নেন বেছে,সাংবাদিকেরাও অবদান রাখেন,
মহৎ পেশার কর্ম জগতে,
বিভিন্নভাবে অবদান রাখেন,
শ্রেষ্ঠ জীব মানুষ দুনিয়ার জগতে,
কি ফল পেলাম তা দেখা যায় না দুই চোখে,
তবুও কাজ করেন মানুষ ঈমানী বিশ্বাসে।