প্রতিবেদক: নিজস্ব
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা ঢাকাবাসী ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ৬ মে বিকাল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, মোঃ রিয়াদ, রাশেদ করিম লিংকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ আলতাফ, মোঃ কাউসার হোসেন, মোঃ তন্ময়, আব্দুর রহমান তারা, আবুল হাসেম মিল্কি, রকনুজ্জামান, আক্তারুজ্জামান, শাখাওয়াত রানা, আশিকুজ্জামান, রাসেল, এহসান, সুমন শর্মা, পান্থ, মোঃ রাসেল মোঃ অভি ও রনিসহ প্রমুখ।
এসময় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ এবং ২০০৬ সালে যারা পুলিশ সার্জেন্ট হিসেবে জয়েন্ট করার কথা ছিলো সেই সমস্ত বন্ধু মহলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
প্রবাসী নেতা আবু হেনা মোস্তফা কামালের সাথে তার স্ত্রী ও সন্তানও দেশের মাটিতে আসেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেন, ২০২২ সালের ২৪ শে ডিসেম্বর আমার পিতা হাজী মোহাম্মদ হোসেন আলী বেপারী মৃত্যুবরণ করেছেন, আমি তার লাশও দেখতে পারিনি, ইনশাহ আল্লাহ আগামী শুক্রবার বাবার কবর জিয়ারত করবো। তিনি আরো বলেন, আমি সৌভাগ্যবান যেদিন ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডাঃ জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ঐতিহাসিকভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। লক্ষ কোটি মানুষ দেশমাতা ও তাঁর দুই পুত্রবধুকে বরণ করে নিয়েছেন। সেখানে ছিলো ভালোবাসা আর শ্রদ্ধা। তিনি বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা গণমানুষের কাছে এবং প্রবাসে বাঙালির কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করেছি। বিগত ১০ বছর ফ্যাসিবাদের কারণে দেশের মাটিতে পা রাখতে পারিনি। তবে এবার দেশের মানুষের জন্য এবং এলাকাবাসীর জন্য কাজ করবো বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি তেজকুনিপাড়া তার শশুরের বাসায় এলে সেখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন এবং দেশের মাটিতে পা রাখায় আল্লাহর শুকরিয়া আদায় করেন।
Leave a Reply