প্রতিবেদক: মনির হোসেন,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা চৌচালা টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ। ৪ মে রাত ৭টার দিকে মৃত কোহিনুর মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হঠাৎ করে বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে সেমিপাকা চার রুমের একটি চৌচালা টিনের ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। ঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও সময়মতো পদক্ষেপ নেওয়ায় প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
Leave a Reply