প্রতিবেদক: মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার হরিনটানা থানায় পারিবারিক কলহের জেরে সামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় সামী আবু সালেহ টেপু(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন জয়খালি ঘোলা এলাকার বাসিন্দা আবু সালেহ টেপু। গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারিরীক ভাবে নির্যাতন করেন।পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন বাসস্টান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ৭ মে ভোর ৫ টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানাযায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও সামী আবু সালেহ টেপু তাকে মারধর করেছিলেন। এঘটনায় হরিনটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে।
Leave a Reply