প্রতিবেদক: এস এম সামজাত
৬ তারিখ মধ্য রাত হতে লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বনকর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে সংবাদ পাওয়া যায় যে, কতিপয় চোর গরু চুরি করে পিকআপ যোগে চকরিয়া হয়ে চট্টগ্রামের অভিমুখে রওয়ানা করেছে।
তাৎক্ষনিক ঊর্ধ্বতনাও কর্তৃপক্ষের নির্দেশে সংগীয় ফোর্সসহএস আই মো শরিফুল ইসলাম পিপিএম বার মহাসড়কে চেকপোস্টে যানবাহন তল্লাশি আরম্ভ করে।
তল্লাশিকালে রাত ০৪:১০ ঘটিকার সময় চকরিয়া হতে চট্টগ্রাম অভিমুখে যাওয়া একটি পিকআপ গাড়ীর গতিবিধি সন্দেহজনক হলে গাড়ীটি থামানোর জন্য সংকেত দেয়।
গাড়ীটি চেকপোষ্টের নিকটবর্তী হলে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে গাড়ীর পিছনের ট্রলিতে থাকা ৪/৫জন ডাকাত পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে এবং উক্ত গাড়ীর চালক না থামিয়ে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে থাকে।
গাড়ীতে টর্চলাইটের আলোতে পরিবহনরতে চোরাই গরুগুলো দেখতে পাওয়া যায়। ডাকাত দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পিছু যাওয়া করা হয়।
ডাকাত দলের গাড়িটি চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউপিস্থ কাঞ্চনাবাদ বাদামতল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুমান ২০০ গজ পূর্ব পাশে গেলে সেখানো দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ সদস্যগণ গাড়িটি আটকানোর জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ডাকাতদল ঘটনাস্থলে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পুনরায় গুলি ছুড়ে দিক বেদিকে পালিয়ে যেতে থাকে।
পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয় জনগনের সহায়তায় উক্ত ডাকাত দলের সদস্য ০১। আব্দুস সবুর (৪০) এবং ০২। মহি উদ্দিন (৩৭) দ্বয়কে আটক করিতে সক্ষম হয়।
আভিযানিক দলের পুলিশ সদস্য ও স্থানীয় জনগনের সহায়তায় ধৃত আসামীদর নিকট হতে ক) ৫(পাঁচ) টি বিভিন্ন প্রজাতির গরু যার মোট মূল্য অনুমান-৪ লক্ষ টাকা
খ) একটি দেশীয় তৈরি এল.জি (আগ্নেয়াস্ত্র) এবং ২ রাউন্ড ১২বোর লিডবল (শীষা) লাল রংরয়র কার্তুজ।গ) ২ রাউন্ড ১২ বোর লিডবল (শীষা) কার্তুজ। ঘ) একটি টাটা নীল রংয়ের সিঙ্গেল কেবিন পিকআপ যার মূল্য অনুমান-৮ লক্ষ টাকা ৫:৩০ ঘটিকার সময় জব্দ করত: নিজ হেফাজতে গ্রহণ করে।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা এজাহারে বর্ণিত উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং সাক্ষীদের সম্মুখে স্বীকার করে যে, তাদের সাথে থাকা পলাতক আসামীগন সহ চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী থানা এলাকার পুইছড়ি হতে সংঘবদ্ধভাবে রাত্রীকালীন সময়ে উপরোক্ত বর্ণিত গরুগুলো লুণ্ঠন করে চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করছিল।
তারা আরোও জানায় যে, চট্টগ্রাম জেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাত্রীকালে অস্ত্রের মুখে জিম্মি করে চুরি ও ডাকাতি সংঘটন করে।
আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনা জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply