প্রতিবেদক: হাসান সরকার, রায়পুরা নরসিংদী
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় রাহাত (২২) নামে আরেকজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।
৬ মে সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত রাহাত মেথিকান্দা গ্রামের রবিউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে।
ভোরে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত রাহাতকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহত দুজনই রুবেলপক্ষের সমর্থক হিসেবে পরিচিত।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে, যাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Leave a Reply