প্রতিবেদক: ইসমাইল খান নিয়াজ,সিলেট ব্যুরো:
সিলেটের সংগীত জগতের পরিচিত মুখ পাপ্পুর সাথে দৈনিক ঘোষণার কথা হলে তিনি বলেন দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমি আমার গানের মাধ্যমে দেশের মানুষের জন্য কিছু কথা তুলে ধরি সেই সাথে এদেশের মানুষ আমার গান শুনে তারা আমাকে অনুপ্রেরণা যোগায় আমি সবসময় সংবাদকর্মী যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করিএবং তাদের দিয়ে এগিয়ে চলার পথ খুঁজে পাই সময় তিনি বলেন দৈনিক ঘোষণায় একটি পুরাতন পত্রিকা আমি সেই পত্রিকা নিউজগুলো প্রতিনিহতই পড়ি অত্যন্ত ভালো লাগে আমি দৈনিক ঘোষণা সকলের প্রতি অনুরোধ জানাবো আপনারা সত্য তুলে ধরবেন দুর্নীতিবাজ দুঃসাশন ক্ষমতার অপব্যবহার যারা করে তাদেরকে বয়কট করবেন বিশেষ করে আমাদের যারা শিল্পীরা রয়েছেন সকলকে আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন আমি আমার জীবনে চলার পথে অনেক কিছুই দেখেছি সুখ দুঃখ অনেক কিছুই আমার জীবনে বয়ে গেছে আপনারা আমাকে আপনাদের পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন সকল সংগীত শিল্পীদেরকে।
Leave a Reply