এস এম সামজাদ (বিশেষ প্রতিনিধি)::অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/মোঃ ফয়সাল, এসআই/মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ইং ০৬/০৫/২০২৫ তারিখ দুপুর ১২:২০ ঘটিকার সময় বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৫/২০২৫খ্রি;, ধারা-১৯৭৪ সনরে বশিষে ক্ষমতা আইনরে ১৫(৩) মূলে আসামী ০১। মোঃ আব্দুল হামিদ রজবী (৪৬), পিতা-মৃত মোঃ মুছা, মাতা-হাছানা খাতুন, সাং-রায়পুর, হাছান তালুকদার বাড়ী, ওয়ার্ড নং-০৪, রায়পুর ০৩ নং ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, বাদামতল, মুন্সি বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মাঈনউদ্দিন (৫০), পিতা-মোঃ আক্কল আলী, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-চরতি, আলী আকবরের বাড়ী, ওয়ার্ড নং-০৩, চরতি ০১ নং ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, চৌধুরী স্কুল, হাবিলদার বাড়ী জামে মসজিদের ইমাম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরী (৪০), পিতা-মৃত ডাঃ সৈয়দ ফরিদ আহাম্মদ, মাতা-মীর লুৎফুন নেছা, সাং-মালঘর, সৈয়দ বাড়ী, ওয়ার্ড নং-০৬, হায়িলদর ১০নং ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, হানিফের দোকান, নাজের কমিশনারের নতুন বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ আবু বক্কর (২৯), পিতা-হাজী আহাম্মেদ নবী, মাতা-জেবুন নাহার, সাং-নোয়াপাড়া, নুরুল হক চেয়ারম্যানের বাড়ী, ওয়ার্ড নং-০৭, নোয়াপাড়া ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মধ্যম মোহরা, মৌলভী বাজার, রফিক ম্যানশন, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জসীম উদ্দিন (৩৮), পিতা-মৃত মোঃ আয়ুব, মাতা-মোছাঃ নুর বানু, সাং-সেকেন্দার চেয়ারম্যানঘাট, মাওলানা রুহুল আমিন সাহেবের বাড়ী, ওয়ার্ড নং-১৮, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ০৬। ইয়ামলিহা বিন হোসাইন (২০), পিতা-মোঃ হোসাইন, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-মাতারবাড়ী, জসীমের বড় বাড়ী, ওয়ার্ড নং-০৭, মাতারবাড়ী ০১নং ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-বহদ্দারহাট, বাড়াইপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ জিয়াউদ্দিন হাসান (২১), পিতা-মোঃ আব্দুল আজিজ আনোয়ারী, মাতা-নার্গিস আক্তার, সাং-রায়পুর, আব্দুল সাত্তার আনোয়ারীর বাড়ী, ০৩নং রায়পুর ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নয়ারহাট, ওয়াজেদিয়া, মিয়ার বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ০৮। মোঃ আতিক জাওয়াদ (২০), পিতা-মোঃ আব্বাস উদ্দিন, মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং-খলিফার মুড়া, নুরুছ ছফার বাড়ী, ওয়ার্ড নং-০৩, হাজী বাজার ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বাহির সিগনাল, আলামিন বাড়ীয়া কামিল মডেল মাদ্রাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ এহছান উদ্দিন (২১), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মোছাঃ ছারা খাতুন, সাং-প্রেমাশিয়া, রোশাঙ্গীপাড়া সিরিয়াছ মিয়াজীর বাড়ী, ওয়ার্ড নং-০৮, খানখানাবাদ ০৩ নং ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট, বাদুর তলা জামে মসজিদের মুয়াজ্জিন, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
Leave a Reply