1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিএমপি চান্দগাঁও থানায় অভিযানে নাশকতা মামলায় গ্রেফতার-০৯ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পায়রা নদীতে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মা কচ্ছপ, পরে নদীতে অবমুক্ত সৈয়দপুরে তাতীদলের কর্মী সভা অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা সরকারি চাল জব্দ, আটক -১ ফ্যাসিবাদের দোসর সাইফুল ইসলাম গংদের পদত্যাগের দাবিতে মানববন্ধন কেসিসির নির্বাচন মঞ্জুর মামলার শুনানি ২৬ মে হিলিতে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার ট্রেইনার সাজ্জাদ চৌধুরী এর সাথে দৈনিক ঘোষণা প্রতিনিধির সৌজন্যে সাক্ষাৎ

সিএমপি চান্দগাঁও থানায় অভিযানে নাশকতা মামলায় গ্রেফতার-০৯

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫ দেখেছেন

এস এম সামজাদ (বিশেষ প্রতিনিধি)::অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/মোঃ ফয়সাল, এসআই/মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ইং ০৬/০৫/২০২৫ তারিখ দুপুর ১২:২০ ঘটিকার সময় বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৫/২০২৫খ্রি;, ধারা-১৯৭৪ সনরে বশিষে ক্ষমতা আইনরে ১৫(৩) মূলে আসামী ০১। মোঃ আব্দুল হামিদ রজবী (৪৬), পিতা-মৃত মোঃ মুছা, মাতা-হাছানা খাতুন, সাং-রায়পুর, হাছান তালুকদার বাড়ী, ওয়ার্ড নং-০৪, রায়পুর ০৩ নং ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, বাদামতল, মুন্সি বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মাঈনউদ্দিন (৫০), পিতা-মোঃ আক্কল আলী, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-চরতি, আলী আকবরের বাড়ী, ওয়ার্ড নং-০৩, চরতি ০১ নং ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, চৌধুরী স্কুল, হাবিলদার বাড়ী জামে মসজিদের ইমাম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরী (৪০), পিতা-মৃত ডাঃ সৈয়দ ফরিদ আহাম্মদ, মাতা-মীর লুৎফুন নেছা, সাং-মালঘর, সৈয়দ বাড়ী, ওয়ার্ড নং-০৬, হায়িলদর ১০নং ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, হানিফের দোকান, নাজের কমিশনারের নতুন বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ আবু বক্কর (২৯), পিতা-হাজী আহাম্মেদ নবী, মাতা-জেবুন নাহার, সাং-নোয়াপাড়া, নুরুল হক চেয়ারম্যানের বাড়ী, ওয়ার্ড নং-০৭, নোয়াপাড়া ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মধ্যম মোহরা, মৌলভী বাজার, রফিক ম্যানশন, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জসীম উদ্দিন (৩৮), পিতা-মৃত মোঃ আয়ুব, মাতা-মোছাঃ নুর বানু, সাং-সেকেন্দার চেয়ারম্যানঘাট, মাওলানা রুহুল আমিন সাহেবের বাড়ী, ওয়ার্ড নং-১৮, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ০৬। ইয়ামলিহা বিন হোসাইন (২০), পিতা-মোঃ হোসাইন, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-মাতারবাড়ী, জসীমের বড় বাড়ী, ওয়ার্ড নং-০৭, মাতারবাড়ী ০১নং ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-বহদ্দারহাট, বাড়াইপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ জিয়াউদ্দিন হাসান (২১), পিতা-মোঃ আব্দুল আজিজ আনোয়ারী, মাতা-নার্গিস আক্তার, সাং-রায়পুর, আব্দুল সাত্তার আনোয়ারীর বাড়ী, ০৩নং রায়পুর ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নয়ারহাট, ওয়াজেদিয়া, মিয়ার বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ০৮। মোঃ আতিক জাওয়াদ (২০), পিতা-মোঃ আব্বাস উদ্দিন, মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং-খলিফার মুড়া, নুরুছ ছফার বাড়ী, ওয়ার্ড নং-০৩, হাজী বাজার ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বাহির সিগনাল, আলামিন বাড়ীয়া কামিল মডেল মাদ্রাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ এহছান উদ্দিন (২১), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মোছাঃ ছারা খাতুন, সাং-প্রেমাশিয়া, রোশাঙ্গীপাড়া সিরিয়াছ মিয়াজীর বাড়ী, ওয়ার্ড নং-০৮, খানখানাবাদ ০৩ নং ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট, বাদুর তলা জামে মসজিদের মুয়াজ্জিন, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com