মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার ৪ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া খুলনার ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে ( বিএল) নতুন অধ্যাপক হিসেবে ২ জনকে পদায়ন করেছেন অধিদপ্তর। নতুন অধ্যক্ষ পাওয়া ৪ সরকারি কলেজ হলো, খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ ও বাজুয়ার কৈলাশগঞ্জ সরকারি মহিলা কলেজ। সারা দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪ কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধাক্ষ পদে শিক্ষা ক্যাডারের মোট ৬৭ জন অধ্যাপককে বদলি করা হয়েছে। ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। খুলনার ৫ কলেজের মধ্যে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে গনিতের অধ্যাপক হিসেবে মো: হাফিজুর রহমান ও রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপক এস এম শাহীন পদায়ন পেয়েছেন। খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপককে অধ্যক্ষ এবং দাকোপ উপজেলার লাউডোবা বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মাউসি অধিদপ্তরের ২ কর্মকর্তাকে ওএসিড করা হয়েছে। যার মধ্যে ইতিহাস বিভাগের অধ্যাপককে কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং মাউসি অধিদপ্তরের মো: সাইফুর রহমানকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের দর্শন বিভাগের অধ্যাপক করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, আগামী ১৩ মের মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায় ঔই দিন বিকাল থেকে তারা তাৎক্ষনিকভাবে অব্যাহতি প্রাপ্ত বলে গন্য হবেন। প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএসে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিক ভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Leave a Reply