বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধ বগুড়া: গত ৪ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করানো একটি মামলা দায়ের করেছেন। মামলায় হিরো আলম ছাড়াও অভিযুক্ত হিসেবে রয়েছেন তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন, এবং আহসান হাবাবী সেলিম। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তভার দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বগুড়া শাখাকে।
মামলার বিবরণ অনুযায়ী, বাদী অভিযোগ করেন, হিরো আলম অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরে এক মৌলভী এনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ভান করে ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করতে শুরু করেন। এ সময় শর্ট ফিল্ম তৈরির কথা বলে বাদীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন তিনি।
বাদীর ভাষ্যমতে, কাবিন রেজিস্ট্রির জন্য চাপ দিলে হিরো আলম তাকে বগুড়ার বাড়িতে নিয়ে যান এবং গর্ভপাত ঘটানোর জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্যান্য আসামিদের সহায়তায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রক্তক্ষরণ শুরু হলে তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে গর্ভপাত ঘটে। পরবর্তীতে ২৪ এপ্রিল তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ২৬ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply