আব্দুল আহাদ নন্দীগ্ৰাম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।আরজেএফ সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরজেএফ সংগঠনের আবুল কালাম আজাদ,রাকিব হোছাইন,মেহেদী হাসান শাহীন,মেহেদী হাসান হৃদয়,ইমরান হোসেন,আব্দুল্লাহ আল শাকিল প্রমুখ। আরজেএফ সভাপতি আবু সাঈদ বলেন,৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং এটি এক প্রতীক– মুক্তচিন্তা, সাহসিকতা এবং মানুষের অধিকারের কণ্ঠস্বর রক্ষার দৃপ্ত প্রতিশ্রুতি গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব পরিহার করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হবে। এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
Leave a Reply