মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে। এঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপরজনদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। ৪ মে দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বাগমারা ব্রিজ সন্নিকটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, বাগমারা ব্রিজ সংলগ্ন মো: খলিল শেখের ছেলে মো : আব্দুল আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪২) তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো: নজরুল ইসলাম। দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের বুকের ডানপাশ বিদ্ধ হয়। তার শারিরীক অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকী তিনজন শংকামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাগমারা এলাকার মুদি দোকান শিরীনা স্টোর চুরি হয়। স্থানীয়রা রাতে ঔই চুরির ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। রাতে ঔই দুজনকে থানায় হস্তান্তর এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। স্থানীয়রা আরো জানান, রাতের ঔই চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে স্থানীয় সন্ত্রাসীর নেতৃত্বে সেখানে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। আজিজ,সিরাজুল, শহিদুল এবং নজরুল গুরুতর আহত হয়। এঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করে ঔই এলাকায়। যেকোন মুহূর্তে আরো একটি ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছায়। দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে বাগমারা এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানাগেছে। তবে এদের মধ্যে আজিজের অবস্থা আশংকা জনক। এঘটনার পর থেকে ঔই এলাকায় পুলিশের উর্ধবতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে এখনো পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply