রাজু আহমেদ ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে একটি স্বর্ণের দোকান দিনেদুপুরে ভেঙে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে গত ২৮ এপ্রিল দুপুরে মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে এ লুটের ঘটনা ঘটেছে।
দোকান মালিক মোহাম্মদ মেরাজ বলেন,দোকান থেকে গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।মেরাজ তার বক্তব্যে আরও বলেন,দুপুর ১২টা থেকে ১টার দিকে এ লুটের ঘটনা ঘটে।আরমান হোসেন বাদশার নেতৃর্ত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে।এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়।সেই জুয়েলারি দোকানটায় একমাত্র অবলম্বন মেরাজের।পাশাপাশি কিছু কাস্টমারের অর্ডারের মালামাল ছিলো দোকানে অভিযোগ মেরাজের।এই ঘটনায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জরুরী সাংবাদিক সম্মেলন করেন দোকানদার।
এ ঘটনায় তিনি রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply