মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল বলেছেন, আজকের এই দিনটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পালিত হচ্ছে। যে স্বপ্ন নিয়ে আমাদের শ্রমিকরা আত্মহুতি দিয়েছিলেন, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। সেই রক্তস্নাত ইতিহাস আজ আমাদের প্রেরণার উৎস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। বিএনপি শ্রমিকদের দাবি আদায়ে বদ্ধ পরিকর। বৃহষ্পতিবার মহান মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ে আওয়ামীলীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। তারা শ্রমিকদের ন্যায্য দাবিকে মেনে নেয়নি এখনো স্বৈরাচারের দোষররা শ্রমিকদের ব্যাবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাই শ্রমজীবী ভাইদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ।
মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর
সঞ্চালনায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ নাজিম লস্কর, সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওযার্ডেসেই রক্তস্নাত ইতিহাস আজ আমাদের প্রেরণার উৎস। মে দিবস কেবল একটি তারিখ নয়- এটি হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমাযুন কবির সুহিন, ২০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকবর হুসেন কয়ছর।
Leave a Reply