সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানাধীন শান্তিপুর (বাঘুলী) তদন্ত কেন্দ্রের অদূরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দিবাগত গভীর রাতে বাঘুলী গ্রামের মো. সোহরাব মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা স্টিলের সুকেশ ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গৃহকর্তা মো. সোহরাব মিয়া জানান, সম্প্রতি তার দুই ছেলে এমদাদুল ও আসাদুল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ধারণা করা হচ্ছে, এ খবর জানার পরই সুযোগ সন্ধানী চোরেরা গভীর রাতে মঈ (কাঠের মই) ব্যবহার করে ছাদে উঠে চিলেকোঠার দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর আসাদুলের ঘরের খোলা দরজা দিয়ে ঢুকে স্টিলের সুকেশ ভেঙে নগদ ৪ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়। চোরেরা ঘরের জিনিসপত্র তছনছ করে দেয়।
এ সময় ঘুম ভেঙে গেলে মুখোশধারী দুই চোর আসাদুলের গলায় ছুরি ধরে তাকে বেঁধে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি কাঠের মই, একটি শাবল ও একজোড়া চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।
একই রাতে পার্শ্ববর্তী পালপাড়া গ্রামে আরও একটি চুরির ঘটনা ঘটে। আমজাদ মাস্টারের ভাই আওলাদের গ্যারেজ থেকে লিটন নামে এক ব্যক্তির একটি অটোরিকশা চুরি হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ টহল জোরদার না থাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত টহল ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শান্তিপুর (বাঘুলী) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, অফিসার ও ফোর্স সংকটের কারণে নিয়মিত টহল পরিচালনায় বিঘ্ন ঘটছে।
Leave a Reply