সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের হাতনী চক এলাকায় একটি ইটভাটা থেকে নির্গত গরম গ্যাসে ঝলসে গেছে প্রায় ৬০ বিঘা জমির ধান। এতে অন্তত ১৫ জন কৃষক আংশিক বা সম্পূর্ণভাবে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক শওকত মিয়া জানান, তার ২০ বিঘা জমির ধান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তিনি বলেন, “আমার বছরের সব পরিশ্রম শেষ। এখন কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।”
এছাড়া আরও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন—সেকান্দার আলী (৪ বিঘা), আবু সাঈদ (২.৫ বিঘা), ইব্রাহিম (১ বিঘা), সিদ্দিক (২০ বিঘা) এবং বছরউদ্দিন (১০ বিঘা)। তাদের জমির ধানও আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, হাতনী চকের পাশেই অবস্থিত একটি ইটভাটা থেকে বের হওয়া গরম গ্যাস ধানের কচি অংশ পুড়িয়ে দিয়েছে, যার ফলে এই বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ওই আর.এ.সি. ইটভাটার ম্যানেজার ময়নুল হক বলেন, “আমাদের ভাটার গ্যাসে ধানের ক্ষতি হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটি কোনো প্রাকৃতিক রোগ বা আবহাওয়াজনিত কারণেও হয়ে থাকতে পারে।”
এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। ইটভাটার গ্যাসের কারণে ধানের ক্ষতি হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply