মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: সিলেটের টুকের বাজার এলাকার হায়দরপুরের মরহুম আব্দুস সাত্তার ছেলে, হায়দরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, হায়দরপুর জামে মসজিদের মুতওয়াল্লী ও টুকের বাজার শাহী ঈদগাহ’র মুতওয়াল্লী এবং আব্দুল মুছাব্বীর ও কুলসুমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া) যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ২ মে গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে ছিলেন। তিনি এলাকার মসজিদ-মাদ্রাসা ও ঈদগাহসহ বিভিন্ন উন্নয়ন ভূমিকা রেখেছেন। তিনি কাজের মধ্যদিয়ে আজীবন এলাকাবাসী ও বিএনপি পরিবারে বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া)’কে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।
Leave a Reply