কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে নতুন ইতিহাস! মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এবার ভিড়েছে বিশাল বাল্ক ক্যারিয়ার ‘Owusu Maru’। পানামার পতাকাবাহী এই জাহাজটি প্রায় ৬৩,০০০ টন কয়লা নিয়ে এসেছে এবং এর ড্রাফট ১২.৫ মিটার, যা দেশের ইতিহাসে সবচেয়ে গভীর ড্রাফটের জাহাজ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই জাহাজের দৈর্ঘ্য ২২৮.৯৯ মিটার ও প্রস্থ ৩২ মিটার, এবং এর মোট ডেড ওয়েট টনেজ ৮২,৫০৬ টন। এর আগেও ২০২৩ সালে বিশ্বের অন্যতম বড় কনটেইনার জাহাজ CGM SEINE মাতারবাড়িতে ভিড়েছিল।
মাতারবাড়ি বন্দরের গভীরতা যখন সম্পূর্ণ ১৮ মিটার হবে, তখন আরও বড় মাদার ভেসেল সহজেই ভিড়তে পারবে। এর ফলে ১০টি ছোট জাহাজের পরিবর্তে একটিতেই পণ্য আনা যাবে, যা সময় ও খরচ দুটোই কমাবে। ইউরোপে সরাসরি রপ্তানির রুট চালু হওয়ায় লিড টাইম ২ মাস থেকে কমে এখন মাত্র ২০-২৫ দিন!
এটা শুধু বাণিজ্যের জন্য নয়, আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এক বিশাল অগ্রগতি। অবকাঠামোর ঘাটতি পূরণ করতে হবে এখনই, কারণ বিশ্ব এগিয়ে চলেছে।
Leave a Reply