মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুই হাতই হচ্ছে প্রকৃত শক্তি। আর এই শক্তিকে কাজে লাগিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শ্রমিকদের শক্তিকে কাজে লাগিয়ে তলাবিহীন বাংলাদেশ থেকে সনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম দেশের হাজার হাজার শ্রমিককে বিদেশে কাজের সুযোগ করে দিয়েছিলেন। খাল কাটা কর্মসুচির মাধ্যমে দেশকে খাদ্য সয়ংসম্পুর্ন করেছিলেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ভবোধ করতেন। দেশের ভাগ্য পরিবর্তনে শ্রমিকদের শক্তি ব্যাবহার করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে খালিশপুরের বন্ধ কলকারখানা ও পাটকল গুলো রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করা হবে। বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গতকাল মহান মে দিবস উপলক্ষ্যে খালিশপুর বিআইডিসি রোডস্থ লিবাটি চত্বরে আয়োজিত খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান যখন উন্নয়নে দেশে অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিলেন তখন তার উন্নয়নে ঈর্ষাম্বিত হয়ে একটি মহল রাস্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর থেকে দেশের শ্রমিকদের ভাগ্যের আকাশে কালো মেঘ নেমে আসে। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে পতিত সরকার প্রধান শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন। এখন আবার নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন ছাড়া শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। তিনি বলেন, আবারো আন্দোলনের ডাক আসতে পারে নির্বাচনের দাবিতে সুতারাং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক আসলেই অতিতের চেয়ে আরো শক্তি সঞ্চার করে রাজপথে নামতে হবে। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, তিনি বলেন আউট সোর্সিং প্রথাকে বাতিল করে স্থায়ী শ্রমিক নিয়োগ দিতে হবে। বিএনপি রাস্ট্রিয় ক্ষমতায় আসলে শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি প্রদান করবে। বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ মিল কারখানা চালু করা হবে। চালু করা হবে সকল পাটকল গুলোকে। তিনি বলেন ইউনুস সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। শ্রমিকদল খুলনা মহানগর শাখার আহবায়ক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড: মোমরেজুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবুল কালাম জিয়া, খান ঈসমাইল হোসেন, আবু দাউদ দীন মোহাম্মদ, মো: শমশের আলম এবং মো: আলমগীর তালুকদার, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমুখ।এসময় খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র্যালী খালিশপুর লিবার্টি চত্বর থেকে শুরু হয়ে বিআইডিসি রোড হয়ে চরেরহাট মোড়ে যেয়ে শেষ হয়। র্যালীতে হাজার হাজার মেহনতি শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করে।
Leave a Reply