মোঃ মোস্তফা আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ০২ মে আমার বাংলাদেশ (এবি)পার্টি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় চকমুক্তার পার্টির কার্যালয়ে নওগাঁ জেলা শাখা কর্তৃক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ কাজী মোঃ আতিকুর রহমান কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক নওগাঁ জেলা। উপস্থিত ছিলেন, জনাব শরিফ নেওয়াজ রনি সদস্য সচিব এবি পার্টি নওগাঁ জেলা, প্রচার সম্পাদক মোঃ শাহিনুর আলম, নওগাঁ জেলা এবি যুব পার্টির আহবায়ক মোঃ আশরাফুল আলম, ও সদস্য সচিব মোঃ মহসিন কবির, সহ এবি পার্টির নওগাঁ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এনসিপি নওগাঁ জেলা সংগঠক মোঃ ইমরুল আখিয়ার পরাগ, দেওয়ান মাহবুব হাসান সোহাগ, মোঃ আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক রাফি রেদোয়ান ও সাদমান সাকিব। সভা সঞ্চালনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান হাবিব। সভায় বক্তারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জুলাই আন্দোলন এ সংগঠিত সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার করার পর নির্বাচন অনুষ্ঠান করা জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে শহরের প্রধান রাস্তায় বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মি অংশগ্রহণ করে।
Leave a Reply