শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : “সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সকালে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র সদস্য মণীষ চন্দ্র বিশ্বাস, খোকন আহম্মেদ হীরা, খায়রুল ইসলাম, বিএম বেলাল, কাজী আল আমিন, মোল্লা ফারুক হাসান, আনিচুর রহমান, খন্দকার সাইদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক সহ অন্যান্য সাংবাদিকরা।
Leave a Reply