মো: রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো : খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। ২ রা মে বিকালে এ ঘটনা ঘটে। হামলাকারী মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন। ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকালে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতির সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এসময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন মুন্নী জাহান, পুতুল, কাকলি,মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন। বিষয়টি তিনি মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেতৃদের জানিয়েছেন। তবে মহিলা দলের সভানেত্রী আফরোজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তাও আমি জানিনা। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে। এদিকে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ৩ মে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে। এর আগে বিকালে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে মহিলা দলের অন্য অংশের কর্মীরা।
Leave a Reply