মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সকাল ৯ ঘঠিকার সময় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা কুয়ার পার পয়েন্ট হতে শুরু করে সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হয়,
র্যালী পুর্ব আলোচনা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের লেবার শ্রমিক দের মধ্যে মোঃ আসাদ মিয়া, মিন্টু মিয়া, মহন মিয়া, আব্দুল মজিদ, সালম মিয়া, নজু মিয়া, রফিক মিয়া, মিজানুর , আমির মিয়া, আলমগীর মিয়া, আবুল হাসান, ইসমাইল, লায়েস, ক্যালো মিয়া, নয়ন, ওসমান, মাসুক, মোঃ সুলতান, রাজু, মোহাম্মস আমির, আইকল,, জুয়েল, আলমগীর, মুক্তার, মাতালি মিয়া, আতাউর মিয়া, প্রমূখ।
সিটি কর্পোরেশনের লেবার শ্রমিকদের দাবি তাদের চাকরি কে স্থায়ীকরণ করার জন্য এবং অন্যান্য সুবিধা প্রদান করার জন্য অনুরোধ জানান শিলা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে।
Leave a Reply