নিজস্ব প্রতিবেদক: জুলাই- আগস্ট মামলায় আওয়ামী লীগ বানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১নং ওয়ার্ড এর সাবেক দুই বারের সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার সৈয়দ জুয়েল আহমদকে কারাভোগ করতে হচ্ছে। গত ১৭ এপ্রিল রাত ৯টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নিজ বাড়ী থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। জানা যায়, গত ৪ আগস্ট সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া ভাবাইরবাড়ী গ্রামের ময়না মিয়ার পুত্র মো. কয়ছর আহমদ। সেই মামলায় তাকে আটক করে জেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপি পরিবারে তোলপাড় চলছে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন শাখা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাহিন মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে সাবেক মেম্বার ও অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ জুয়েল আহমদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের সাথে জড়িয়ে গত ১৭ এপ্রিল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নিঃশর্ত মুক্তির দাবি জানান। এদিকে এই মামলার বাদী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া ভাবাইরবাড়ী গ্রামের ময়না মিয়ার পুত্র মো. কয়ছর আহমদ জানান, বিএনপি নেতা সৈয়দ জুয়েল আহমদকে তিনি ছিনেননা। সৈয়দ জুয়েল’র পরিচয়ও তার জানানেই। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। বাদী আরো জানান আমি কাজের লোক আমাকে একজন হঠাত করে বলে এখানে একটা সাক্ষর করো। আমি জানতে চাইলে আমাকে দমক- ভয় দেখিয়ে জোর করে কাগজে সাক্ষর নেয়। এর বাহিরে আমি আর কিছুই জানিনা
Leave a Reply