তাইয়্যেবা নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “দুনিয়ার মজদুর, এক হও” স্লোগানে মুখরিত র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডাকবাংলা চত্বরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন, ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু সায়েম রিপন ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
আয়োজক ছিল দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি-১১৬৭), নবাবগঞ্জ স্ট্যান্ড কমিটি।
Leave a Reply