মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: র্যাব ১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা ও শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর পৌরসভার চাঁপাতলী বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৩০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদসহ মোঃ জাহিদ মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ জাহিদ মিয়া নকলা উপজেলার ফেরুসা দড়িপাড়া গ্রামের জনৈক মোফাজ্জল হোসেনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ বুধবার রাতে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর-পৌরসভার চাঁপাতলী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাশে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা করে মাদক কারবারি মোঃ জাহিদ মিয়া ১১৭ বোতল ভারতীয় মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শেরপুর সদর থানায় মাদক কারবারি মোঃ জাহিদ মিয়াকে সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply